
ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিকল্প হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বঙ্গবন্ধু স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আলোচনা সভায় তিনি এসব জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি সামলানোর প্রস্তুতি সরকারের রয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ঢাকার রোগীদের চিকিৎসা দিতে বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা শেখ হাসিনা বার্ন ইউনিটি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রস্তুত করছি। ডেঙ্গু পরীক্ষার কিট ও ওষুধ নিয়ে যে সমস্যা ছিলো সেটি এখন আর নেই।