
সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি নিরাপদ আবাস গড়ি -শ্লোগানকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের আয়োজনে প্রচার র্যালি ও মশক নিধন স্প্রে করা হয়েছে।
রোববার সকালে কর্মসূচির উদ্বোধন করেন যশোর শিক্ষাবোর্ডের চেয়্যারম্যান প্রফেসর মোহাম্মাদ আব্দুল আলীম। পরে সচেতনতামূলক প্রচারভিযানের র্যালি বের করা হয়। র্যালিটি শিক্ষাবোর্ড চত্ত্বর থেকে বের হয়ে খাজুরা বাসস্ট্যান্ড ও হাইকোর্ট মোড় প্রদিক্ষণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রফেসর মোহাম্মাদ আব্দুল আলীম বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্যে সকলের বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখতে হবে ও ঝোপঝাড় কেটে ফেলতে হবে। সচেতন হওয়া ছাড়া ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর আলী আর রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শক প্রফেসর কে এম রব্বানী, বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহীন আহমেদ, উপ-সচিব আব্দুস সালাম বিশ্বাস , প্রধান মূল্যায়ণ অফিসার মিজানুর রহমান, হিসাব অফিসার এমদাদুল হক, উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সহ সম্পাদক হুমায়ন কবির উজ্জ্বলসহ সকল কর্মচারী-কর্মকর্তাবৃন্দ।