
‘নিজের শহর নিজে গড়ি’ ও ‘একটি শিশু প্রতি বছর একটি গাছ রোপন করুক’ শীর্ষক বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে বিভাগীয় শহর খুলনায়।রবিবার সকাল ৯টায় নগরীর বয়রায় বিএন স্কুল অ্যান্ড কলেজে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম কামাল নাসের (এনডি) পিএসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কমডোর আনিছুর রহমান মোল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি খুলনানেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোশ্বামী, কেসিসির ৯নং ওয়ার্ডের কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটনসহ ঊর্ধতন নৌ-কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে বিএন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে র্যালি অনুষ্ঠিত হয়। এরপর স্কুল শিক্ষার্থীদের হাত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা গ্রহণ করেন সিটি মেয়র। এসময় স্কুল অভ্যন্তরে প্রায় চার হাজার গাছের চারা রোপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।