
যশোরে ঈদুল আযহা উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ছিন্নমূল স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার বিকেল পাঁচটায় জিলা স্কুল বটতলা মোড়ে ওয়াইডব্লিউসিএর সামনে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। বিশেষ অতিথি ছিলেন যশোর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির ও বিবর্তন যশোরের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রিপন। সভাপতিত্ব করেন ছিন্নমূল স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ফরহাদ শেখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ অর্ধশতাধিক পরিবারের মাঝে সেমাই, চিনি ও নুডুলস বিতরণ করেন। এ সময় সংগঠনের সদস্য দোলা খাতুন, ফিরোজ গাজী, আইয়ুব আলী, মোহাম্মদ সাজ্জাদ, রাকিব হোসেন, মোহাম্মদ বাবু, নাজমুল হোসেন, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ প্রান্ত, রাকিব হাসান উপস্থিত ছিলেন।