
দিল্লিতে একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন হয়েছেন বলে জানিয়েছে দি হিন্দু ও এনডিটিভি।
সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ২ নারী, ২ শিশু ও ২ পুরুষ রয়েছেন।
জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন ছড়িয়ে পড়ার সময় ভবনের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। ভবনটি থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ৭টি গাড়ি এবং ৮টি মোটরসাইকেল পুড়ে গেছে। উদ্ধারকাজ চালানোর সময় ২ জন দমকল কর্মী আহত হয়েছেন।