
নড়াইলের লোহাগড়ায় চমকপদ মোড়কের ভিতর কোমল পানীয় স্পিড প্যাকেটজাত করা। দাম রাখা হয়েছে পাঁচ টাকা। দেশের বৃহত্তম প্রতিষ্ঠান আকিজ গ্রুপের পণ্য ‘স্পিড’ এর লোগো নকল করে তৈরি করা হয়েছে চকমপ্রদ মোড়কে এ কোমল পানীয় স্পিড। এ নকল পণ্যটি তৈরি করে বাজারজাত করেছেন লোহাগড়া পোস্ট অফিসের পিছনে অবস্থিত ‘টেষ্টি সুপার আইসবার’ ও ৭স্টার সিনেমা হলের পিছনে অবস্থিত ‘পারভেজ আইসবার।
সরেজমিনে দেখা গেছে ‘টেষ্টি সুপার আইসবার’ প্রোপাইটর বাসুদেব শিকদারের স্ত্রী সুধা রাণী শিকদার ও ‘পারভেজ আইসবার’ প্রোপাইটর পৌর এলাকার কুন্দশী গ্রামের মন্টু শেখ। তারা দীর্ঘদিন ধরে এমন প্রতারণামূলক ব্যবসা করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিত্বে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই সোহেলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ক্ষতিকর কোমল পানীয় ও সরঞ্জাম উদ্ধার করেন।
সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র ঘটনাস্থলে পৌছে নকল স্পিড তৈরির সরঞ্জাম ও আলামত উদ্ধার করে কারখানা দুটি সিলগালা করেন। উভয়কে ৩০হাজার টাকা করে জরিমানা ও মুচলেকা আদায় করেন। পরে লোহাগড়া থানা অভ্যন্তরে স্পিড তৈরির সরঞ্জাম ও আলামত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।