
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ স্টেশনের বাইরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৯৫ জন আহত হয়েছে। বুধবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হামলার পর তালেবান এর দায় স্বীকার করেছে।
বুধবার সকালে ব্যস্ততম সময়ে রাজধানীর পশ্চিমে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দূর থেকে আকাশে ব্যাপক ধূসর ধোঁয়া দেখা গেছে।
তালেবান জানিয়েছে, ‘একটি নিয়োগ কেন্দ্রে’ তাদের এক আত্মঘাতী হামলাকারী হামলা চালিয়েছে। ‘বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য নিহত অথবা আহত হয়েছে।’
সরকারের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে তল্লাশি চলছে। পরে হতাহতের বিস্তারিত তথ্য জানানো হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানিয়েছেন, পুলিশ স্টেশনের বাইরে তল্লাশি চৌকিতে একটি গাড়িকে থামানো হলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আহত ৯৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।