
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লেগে জান্নাতুলি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার খামারমুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জান্নাতুলি খামারমুন্দিয়া গ্রামে পিপুল হোসেনের মেয়ে এবং দুলালমুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, বিকালে জান্নাতুলি তার বাবার সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। এক পর্যায়ে মেয়েকে ঘুমন্ত রেখে দরজা বন্ধ রেখে বাবা পিপুল হোসেন বাইরে যায়। এর কিছুক্ষণ পরে এসে পিপুল দেখতে পায় মেয়ে জান্নাতুলি ঘরের সঙ্গে টাঙানো শিকে (আসবাবপত্র ঝুলিয়ে রাখার জন্য দড়ি দিয়ে তৈরি) মৃত অবস্থায় ঝুলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, মেয়েটি ঘুম থেকে উঠে দরজা বন্ধ পেয়ে খাটের স্টান্ডের উপর দাঁড়িয়ে খেলছিল। এক পর্যায়ে পা সরে গিয়ে ঘরে ঝুলানো সিকের মধ্যে পড়ে গলায় ফাঁস লেগে যায় জান্নাতুলি।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।