
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার নলসন্ধ্যার জিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে জেলেরা মাছ ধরার জন্য ওই খালে জাল ফেলতে গেলে নদীতে মরদেহটি ভাসতে দেখে ভয়ে চলে আসে। পরে আশপাশের লোকজনকে খবর দিলে মানুষ জড়ো হয়। এক পর্যায়ে স্থানীয়রা নাগরপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৮-১০ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।