
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সাড়ে তিন মাসে ৫০০ এর বেশি পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে একজন চিকিৎসক জানিয়েছেন। আর এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন পুলিশ সদস্য এবং ২ জন পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
ডেঙ্গু আক্রান্ত পুলিশ সদস্যদের অধিকাংশই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক মনোয়ার হোসেন।
তবে খোঁজ নিয়ে একজন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার পদমর্যাদার তিনজন ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা এবং বেশ কয়েকজন পরিদর্শকের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়ে জানা গেছে।
পুলিশ হাসপাতালের চিকিৎসক মনোয়ার গণমাধ্যমকে জানান, এ বছরের মে মাস থেকে এখন পর্যন্ত পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে মোট ৭৮৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৫২৫ জন ছিল পুলিশ সদস্য।
এখন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সবার অবস্থা ভালো বলে জানান এই চিকৎসক। এখানে ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি বলেও জানান তিনি।