
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করেছে। এই সরকার গণতন্ত্রের বিশ্বাস করে না। দেশে এখন গণতন্ত্র নেই। গণতন্ত্র নির্বাসিত। আমাদের প্রতিকূল পরিবেশে রাজনীতি করতে হচ্ছে। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সরকার বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে। সরকার জানে দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করছি। আমরা আন্দোলন করছি। আমরা আন্দোলন আরও বেগবান করব।
তিনি বলেন, আমরা বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দ্রুত একটা নির্বাচন চাই। নির্বাচন হতে হবে নির্দলীয় সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপিকে আগামী দিনগুলোতে আরও ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে, সব দলকে সঙ্গে নিয়ে আমরা দাবি আদায় করব।