
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ টার্গেট ছিল। কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ কাজ করেছে। তাদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার আরো বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের লোকজন তথ্য দিয়েছে। এসবের আলোকে তদন্ত করা হচ্ছে।
এ দেশে আইএস নেই, এ দাবি করে আছাদুজ্জামান মিয়া বলেন, এটি মূলত দেশীয় সন্ত্রাসীরা করছে। যারা ২০১৫-১৬ সালে মানুষ পুড়িয়ে হত্যা করে, তারাই এখন পুলিশকে টাগের্ট করছে। তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তবে এ ধরনের হামলায় পুলিশের মনোবল দুর্বল হবে না। যারা বোমাবাজি করছে তাদের প্রতি ক্ষোভ জন্মাচ্ছে। তাদের অবশ্যই গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হবে। পুলিশের ওপর সবগুলো হামলা একই সূত্রে গাঁথা।