
টানা চতুর্থ বারের মতো পর্তুগালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রবিবার লিসবনে জমকালো আয়োজনে জিতে নিয়েছেন কুইনাস দে অউরো অ্যাওয়ার্ড।
এই নিয়ে রেকর্ড দশমবারের মতো নিজ দেশে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সিআরসেভেন। ২০০৭ সালের পর থেকে মাত্র দুবারই বর্ষসেরা পুরস্কার হাতছাড়া হয়েছে পর্তুগীজ অধিনায়কের।
এবার সেরা হওয়ার দৌঁড়ে রোনালদো পেছনে ফেলেছেন ম্যান সিটি মিডফিল্ডার বার্নার্দো সিলভা ও অ্যাটলেটিকো মাদ্রিদ উইঙ্গার জোয়াও ফেলিক্সকে।
এছাড়া বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন জেসিকা সিলভা। সেরা কোচের পুরস্কার জিতেছেন বেনফিকার ব্রুনো লাগে। পুরুষ ও নারী দুই বিভাগেই সেরা দল লিগ চ্যাম্পিয়ন বেনফিকা।