বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ সহচর এম. আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী
মো. ইউসুফ আলী, দিনাজপুর :

বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদক প্রাপ্ত (মরনোত্তর), সাবেক এমপি প্রয়াত এ্যাডভোকেট এম. আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর দিনাজপুর শহরের সরদারপাড়াস্থ (পূর্ব রামনগর) পোলস্টার ক্লাবের আয়োজনে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে ক্লাবের সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম রাঙ্গা, কোষাধ্যক্ষ মো. একরামুল হক আকু, ক্রিড়া সম্পাদক মো. সহিউদ্দিন, আলহাজ্ব নুর মোহাম্মদ, নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে মো. শহীদ আলম, ইয়াছিন আলী রুবেল, মো. আলী, মো. বেলাল হোসেন, আবুল কালাম আজাদ বাবু, মো. লাবু, মো. তরিকুল ইসলাম বাবু, সহ ক্লাবের কর্মকর্তা ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ অংশ নেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জেলরোড জামে মসজিদের ইমাম মুফতি আশফাক হোসেন।