
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে থাইল্যান্ড নারী ক্রিকেট দলকে ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে চ্যাম্পিয়ন হয়েই মূল পর্বে অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
স্কটল্যান্ডের ডান্ডির ফোর্টহিলে ম্যাচটি মাঠে গড়ায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে সানজিদা ইসলামের অপরাজিত ৭১ ও মুরশিদা খাতুনের ৩৩ রানের ওপর ভর করে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে সালমা খাতুনরা।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারে ৭ উইকেটে মাত্র ৬০ রান সংগ্রহ করতে পারে থাইল্যান্ড। বাংলাদেশি বোলার শায়লা খাতুন ২ ও নিগার সুলতানা ২ উইকেট শিকার করেন।
এর আগে, গ্রুপ পর্বে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পা রাখে সালমা বাহিনী। এরপর সেমিফাইনালে বাংলাদেশ চার উইকেটে হারায় আয়ারল্যান্ডের মেয়েদের। বাংলাদেশের ফাইনাল প্রতিপক্ষ থাইল্যান্ডও সেমিফাইনালে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারায় যুক্তরাষ্ট্রকে।
আগামী ২০২০ সালে অনুষ্ঠিত হবে মেয়েদের সপ্তম টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়ায় টুর্নামেন্টটি শুরু হবে ২১ ফেব্রুয়ারি, শেষ হবে আট মার্চ। এই নিয়ে টানা তৃতীয়বার টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।