
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ উদ্ধার করে মর্গে রাখে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শামীম কবীর জানান, গত ২৮ আগস্ট রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অজ্ঞাত ওই ব্যক্তিকে কে বা কারা ভর্তি করে। হাসপাতালের পক্ষ থেকে তাকে যতটুকু সম্ভব চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর।
অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় না পাওয়া গেলে বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করা হবে।