চিরিরবন্দরে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস ২০১৯ পালিত
আল হেলাল চৌধুরী, দিনাজপুর :
Published : Sunday, 8 September, 2019 at 6:34 PM

“বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চিরিরবন্দও উপজেলায় উদযাপিত হয় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০১৯। এরই অংশ হিসেবে ৮ সেপ্টেম্বর রবিবার সকালে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নিবার্হী অফিসার গোলাম রব্বানীর নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিশ চন্দ্র রায় সহ সরকারী-বেসরাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।