
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুতে শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে তার পুত্র সাদ এরশাদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচনের জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুকে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
আসনটি সদর উপজেলা ও ১ থেকে ৮ নম্বর ছাড়া রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, এ রংপুর-৩ আসনের মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ ও নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৭৬২ জন। নতুন ভোটারদের এখানে অন্তর্ভুক্ত করা হয়নি।