
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জেলে ট্রলার ডুবে স্বপন সিকদার(২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে। স্বপন রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হারুন সিকদারের ছেলে।
স্থানীয়রা জানায়, স্বপন ছোটবেলা থেকে ঢাকাতে থাকে। সেখানে সে একটি চায়ের দোকানে কাজ করত। গত কয়েকদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘদিন পরে এলাকায় আসায় মাছ ধরার সখ জাগে। রবিবার রাতে বন্ধুদের সাথে বাড়ি থেকে একটু দূরে আগুনমুখা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরতে ধরতে রাত গভীর হলে জাল নদীতে পেতে নোঙর করে ট্রলারেই ঘুমিয়ে যায় তারা। একপর্যয়ে ট্রলারটিতে পানি উঠে ডুবে যায়। সাতার না জানায় ট্রলার ডুবে মারা যায় স্বপন। সাথে থাকা বাকি তিনজনকে আহত অবস্থায় এবং স্বপনের লাশ উদ্ধার করে স্থানীয় জেলেরা।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সরজমিনে গিয়ে জানতে পারে, স্বপন ছোটবেলা থেকে ঢাকাতে বড় হয়েছে, সে সাতার জানতোনা। যার কারণে ট্রলার ডুবিতে অন্যরা প্রাণে বাঁচলেও বাঁচতে পারেনি স্বপন।