
বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন লাভলেইন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. আবু তাহের (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
গ্রেফতারকৃত মো. আবু তাহের চট্টগ্রামের আনোয়ারা থানার বরুমছড়ার মৌলভী আবুল কালামের বাড়ির মৃত অলি আহম্মেদ ছেলে।
বুধবার (১১ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মো. মিজানুর রহমানের দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লাভলেইন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. আবু তাহেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।