ফুলবাড়ী সরকারী কলেজ ছাত্রাবাস ধ্বসে পড়ায় ক্ষতিপুরনের দাবীতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
আল হেলাল চৌধুরী, দিনাজপুর জেলা প্রতিনিধি :
Published : Thursday, 12 September, 2019 at 2:57 PM

ফুলবাড়ী সরকারী কলেজ এর আয়োজনে ফুলবাড়ী পৌরসভার চলমান ড্রেন নির্মানে যথাযথ সতর্কতা অবলম্বন না করে দায়িত্বহীনতার কারণে কলেজ ছাত্রাবাস-২ পাকা রুমগুলো ভেঙ্গে যায়। তারই প্রতিবাদে কলেজ অধ্যক্ষ নজমুল হক এর সভাপতিত্বে আজ সকাল সাড়ে ১১টায় ক্ষতিগ্রস্ত ছাত্রাবাসের সামনে শিক্ষক ও শিক্ষার্থীগণ ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।
অধ্যক্ষ প্রফেসর মো.নজমুল হক বলেন, কর্মরত ইঞ্জিনিয়ার কে আমি বলি যে খনন কাজটি করানো হচ্ছে তা যদি আকাশের বৃষ্টি হয় তাহলে ভবনটি ধশে পরবে, আমি মেয়র ও প্যানেল মেয়ককে বলেছি কিন্ত তারা কোন উদ্দ্যেগ নেয়নি এবং প্রতিরোধ মুলক ব্যবস্থাও রাখেনি। আমি যেহেতু সরকারী চাকুরী করি এ ভবনটি একটি সরকারী স্থাপনা তা রক্ষার নির্মিতে আমি কলেজের অধ্যক্ষ হিসেবে উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাব। যাতে ড্রেন এর কাজ দ্রুত সমাপ্ত করে এবং পুনরায় কলেজ ছাত্রাবাসটি নির্মান করানো হয় সে ব্যপারেও পৌরসভাকে চিঠি দিয়ে জানাবো।