
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-গুলি ও দুটি ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে সিগনাল কলোনী রোডের জাকিরের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- নাঈম সরদার ওরফে গলাকাটা নাঈম (৩৩), জুলহাস সরদার ওরফে আল আমিন (৩৫) ও নুরুল ইসলাম ওরফে নুরু সালাম (২৯)।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও দুটি ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে হালিশহর ও পাহাড়তলী থানায় হত্যা, ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় পাহাড়তলী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।