
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, রবিউল ইসলাম লেবু, শ্রম বিশয়ক সম্পাদক হাজী রফিয়াল হোসেন, পেীর বিএনপির সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম প্রমুখ।
অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্তি দিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার আবহান জানান বক্তারা।