
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২২’শ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে শহরের চারমাথা বাস স্ট্যান্ড টার্মিনালের সামনে জোস্না পাম্পের পাশে শ্রমিক অফিসে সামনে অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধা উপজেলার সাঘাটা উপজেলার বসেন্তর পাড়ার রইচ উদ্দিনের ছেলে আলম মিয়া (৩৪), পলাশবাড়ি উপজেলার মোস্তাফাপুরের আনিসুর রহমানের ছেলে আব্দুল আহাদ (২৮), একই উপজেলার আব্দুল হামিদের ছেলে মাহাফেল মিয়া (২৬) এবং মুরারীপুরের নওশা মিয়ার ছেলে সাহাদুল ইলাম (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশের এস আই ফয়সাল হোসেন জানান, উক্ত স্থানে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পেয়ে সঙ্গীয় পুলিশ সদস্যসহ সেখানে অভিযান পরিচালনা করে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। পরে তাদের দেহ তল্লাশি করে ৪ জনের কাছে থেকে পলিথিনে ২২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে শুক্রবার বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে।
বগুড়ার গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলী পিপিএম জানান, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম এর নির্দেশে মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূলে ডিবি পুলিশ কাজ করছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।