
ভারত থেকে বাংলাদেশি প্রেমিকের সঙ্গে চলে আসা তৃষ্ণা জানা নামে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিবিআই।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজবাড়ির কালুখালি উপজেলার পারকুল গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তৃষ্ণা জানা ভারতের উত্তর চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ থানার অমরাবতী গ্রামের সাগর জানার মেয়ে। তৃষ্ণা বাংলাদেশে আসার ঘটনায় তার বাবা ভারতে একটি অপহরণ মামলা করেন।
পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলনে জানান, পারকুল গ্রামের আকবর আলী নামে এক যুবক ভারতের গুজরাটে গার্মেন্টসে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় মোবাইলে তৃষ্ণার সঙ্গে পরিচয় হয়। ২৭ এপ্রিল তৃষ্ণাকে নিয়ে তিনি বাংলাদেশে চলে আসেন। আকবার আলী মেয়েটিকে দেশে এনে বিয়ে করেন এবং আবারও ভারতে কাজের জন্য চলে যান। এ ঘটনায় তৃষ্ণার বাবা ফ্রেজারগঞ্জ থানায় মামলা করেন। ভারতীয় পুলিশ তদন্তে তৃষ্ণাকে বাংলাদেশে নিয়ে আসার প্রমাণ পায় এবং আকবার আলীকে আটক করে। এরপর মেয়েটিকে উদ্ধারে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি সংগঠনের মাধ্যমে কাজ শুরু করে পিবিআই। সর্বশেষ বুধবার রাতে তৃষ্ণাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীকে আদালতের মাধ্যমে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।