
বিএনপির যুগ্ম-মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আওয়ামী লীগের অন্যায় অবিচারের বিরুদ্ধে নেতৃত্ব দেয়ার জন্য বেগম খালেদা জিয়ার উপস্থিতি দরকার। আমরা তার মুক্তির জন্য রাজপথে আছি। আশা করি বাংলাদেশের মানুষ হতাশ হবে না।’
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এই মানববন্ধনে আয়োজন করেন।
পুলিশের কাজে বাধা দেয়া হচ্ছে অভিযোগ করে বলেন, ‘পুলিশের সামনে দিয়ে চোর চলে যাচ্ছে, প্রধানমন্ত্রীর সিগন্যাল ছাড়া তাদের গ্রেফতার করা হচ্ছে না। তাই যদি না হয়, তবে আরও একজন যুবলীগ নেতারা নাম কয়েকদিন ধরে পত্রিকায় এসেছে যে যেকোনও সময় তিনি গ্রেফতার হবে, অথচ তাকে গ্রেফতার করা হচ্ছে না। কালকেও দেখলাম রাত দেড়টার সময় তিনি পুলিশের সামনে দিয়ে, গোয়েন্দাদের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন।’
ক্যাসিনো অভিযান নিয়ে যুবলীগের সভাপতি আইনশৃঙ্খলা বাহিনীকে উল্টো ধমক দিয়েছেন মন্তব্য করে যুবদলের সাবেক এই সভাপতি আলাল বলেন, ‘পুলিশের সবাই খারাপ না। আমরা যখন দেখি পুলিশের গর্বিত সদস্য কুকুরের মুখ থেকে যখন নবজাতককে ছিনিয়ে নিয়ে পরম পিতৃস্নেহে তাকে বড় করেন আমরা তাকে স্যালুট জানাই। ৯৯৯ -এ ফোন করে একভাই বোনকে ধর্ষণের কবল থেকে বোনকে উদ্ধার করেছে আমরা সেই পুলিশকে স্যালুট জানাই। কিন্তু যখন দেখি পুলিশের সামনে দিয়ে ধর্ষণকারী চোর চলে যায়। তখন বড় খারাপ লাগে।’
আলাল বলেন, ‘র্যারের জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া যুবলীগের নেতা পুলিশের কিছু কর্মকর্তার নাম বলেছেন, ‘আওয়ামী লীগে নেতাদের নাম বলেছেন।’
ড্যাব সভাপতি প্রফেসর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব আব্দুস সালামের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান প্রমুখ বক্তব্য দেন।