
ঢাকা মহানগরে ক্যাসিনো আছে, আগে জানা ছিল না বলে মন্তব্য করেছেন কৃষমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর খামার বাড়ির আ ক মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
ড. আবদুর রাজ্জাক বলেন, সমাজের অস্থিরতা কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকাসহ সারাদেশে অপকর্ম ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদের আইনের আওতায় এনে নির্মূল করা হবে। প্রধানমন্ত্রীর এই নিদের্শনার জন্য তাকে অভিবাদন জানাই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ফারুখ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন এপিএ পুলের সদস্য কৃষিবিদ মো. হামিদুর রহমান।