
কালকেত্তে মুদাম মুবাল আসতিলো। স¹লির মুকি একই কতা। মাইয়ে বউ সাইজে ছাবালের বাড়ি যাইয়ে বিয়ে কইরে বর নিয়ে নিজেগের বাড়ি নিয়ে গেচে। আনকা এই বিয়ে তামান দেশে হৈচৈ ফেলায় দেচে। কনে বউ চুয়াডাঙ্গা জিলার হাজরাকাটি গিরামের কামরুজ্জামান ম্যা’ভাইর মাইয়ে খাদিজা আক্তার খুশি। ভাতিজি কুষ্টিয়া ইসলামীয়া কলেজে অনাস পড়ে। আর বর হচ্চে মেহেরপুর জিলার গাংনী উপজিলার চৌগাছা গিরামের কমরেড আব্দুল মাবুদ ম্যা’ভাইর ছাবাল তরিকুল ইসলাম জয়। ভাইপো একজন ব্যবসায়ী।
এতোদিন স¹লি জাইনতো যাত্তীরসহ বর আসে কনের বাড়িতে। বিয়ে কইরে কনেরে নিয়ে যায় বরের বাড়ি। ইবার ঘইটলো উল্টো! কনে বউ সাইজে আইসলো বরের বাড়ি! তারে বিয়ে কইরে নিয়ে গ্যালো বাপের বাড়ি! বিয়েডাও হইয়েচে শুক্কুরবারের পরিবত্তে শনিবার। কনে বউ’র নামও খুশি, ইরাম উজোন বিয়ে হইয়ে বর জয়ও খুব খুশী। শুনতি পালাম এতি নাই ছাবাল মাইয়ের সুমান অধিকার পোতিস্টা হইয়েচে। এই আনন্দে যারা বিয়েতে সাতে সুংখ্যানু ছিলো, তারাও আল্লাদে আটখান।
সারেদিন কিচু ভাইপো মুবাল কইরে আমারে নাজেহাল কইরে দেচে। কয়জন ভাইপো আমার কাচে জানতি চাইলো, বিয়ের দিন কনে বৌ শউর বাড়ি যাওয়ার সুমায় যারে পায় তারে জড়ায় ধইরে কাইন্দে বুড়োয়। এই বিয়েতে বর শউর বাড়ি যাওয়ার সুমায় কান্দিল কিনা? কয়জন তো আরো কয়ঘাট আগোয়ে। আমার কাচে জানতি চাচ্চে, বিয়ের পর বাসর রাত্তিরি যা যা ঘটে সিডাও কি উজোন হইলো কিনা?
কওদিনি বাপুু, আমি এর উত্তর কিরাম কইরে দেবো? আমি মুক্কু সুক্কু মানুস, আমার কাচে কোচ্চেন কইরে লাভডা কি? আমি শুদু এট্টুক বুজি, পোকৃতির এট্টা নিয়ম আচে। সেই নিয়মে সব কিচু চইলে আসতেচে। নিয়ম ভাইঙ্গে দিলি পোকৃতির কোন ক্ষেতি নেই। লাভক্ষেতি যদি হয় তালি যারা নিয়ম ভাঙ্গে তাগের। সুমায়ই কইয়ে দেবে উজোনের ফলডা কি। ঘটনা যাই হোক, ভাইপোডা নতুন শউর বাড়ি গ্যালো, তার জন্যি শুভ কামনা।
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩