
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) খুলনা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে যশোর জেলা দল। শুক্রবার সকালে ফাইনাল ম্যাচে খুলনা সিটি কর্পোরেশনকে ২-০ গোলে হারিয়ে বিজয় ছিনিয়ে নেয় যশোর।
খুলনা স্টেডিয়ামে যশোরের শক্ত ডিফেন্সকে ভেঙ্গে আঘাত হানতে সক্ষম হয়নি খুলনা সিটি কর্পোরেশন ফুটবল দল। ফলে যশোরের গোলরক্ষক সিজান আহমেদকে বড় ধরণের কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। তবে কয়েকটি আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় তিনি। যশোরের দুটি গোল করেন আল আমিন ও নয়ন হোসেন।
খেলার ১৩ মিনিটে রাজনের ক্রস থেকে দুর্ধান্ত হেডে আল আমিন প্রথম গোল করেন ও ৪৫ মিনিটে পেনাল্টি থেকে নয়ন হোসেন দ্বিতয়ি গোল করেন। দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটের মাথায় খুলনার হাসানকে অবৈধভাবে বাধা দেয়ায় পেনাল্টি পায় খুলনা জেলা দল। সেখানে পোস্টের উপর দিয়ে বল মেরে প্রথম সুযোগ কাজে লাগাতে ব্যার্থ হয়।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যশোরের আল আমিন হোসেন এবং টুর্নামেন্টর সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন যশোরের তানভির আহেম্মেদ আকাশ।
যশোর জেলা দলের মাঝে পুরস্কার তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসন মিয়া, খুলনার ডিআইজ ড. খন্দকার মহিদ উদ্দিন ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
এদিকে, যশোর জেলা চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছে যশোর জেলা প্রশাসক শফিউল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, যশোর সদর উপজেলার নিবাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম, যশোর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামন মিঠু, জেলা ফুটবল এস্যাসিয়েশনের যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন, কোষাধাক্ষ মফিজুর রহমান ডাব্লু, সদস্য আশরাফুজ্জামান, ভোরের পাখি ক্রিড়া সংগঠনের সভাপতি মোহামামদ লাভলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধাক্ষ শাকিল হোসেন, জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় জয়নাল আবেদীন, জামাল হোসেন বড়, পিয়ারুজ্জামান পিরু।