
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মধুমতি নদী ভাঙনের শিকার শতাধিক পরিবারের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে নড়াইল-২ আসনের প্রয়াত সংসদ সদস্য শরীফ খসরুজ্জামানের ছেলে শরীফ কাসাফুদ্দৌজা কাফি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব কাপড় বিতরণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পলাশ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, বিএনপি নেতা মো. হিমায়েত হোসেন মোল্যা, মো. মহিউদ্দিন মোল্যা, আজাদ রহমান, লিটু মোল্যা, মফিজুর রহমান, ছাত্রদল নেতা ফরহাদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তেঁতুলিয়া গ্রামে নদী ভাঙনে অন্তত দুই শতাধিক পরিবার নিঃস্ব হয়ে গেছে।