
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় শহর অনন্তনাগে গ্রেনেড হামলা হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। এদের মধ্যে ট্রাফিক পুলিশ এবং সাংবাদিকও রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শনিবার কাশ্মীরের অনন্তনাগে গ্রেনেড হামলা হয়েছে। এতে পুলিশ-সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ এই হামলার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে।
হামলা সম্পর্কে পুলিশ এক টুইটার পোস্টে জানায়, সন্ত্রাসীরা অনন্তনাগে গ্রেনেড নিক্ষেপ করেছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। তল্লাশি চলছে। অন্য একটি পোস্টে বলা হয়, আহতরা আশঙ্কামুক্ত।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য রয়টার্সকে জানান, একটি সরকারি অফিসের কাছে হামলাটি হয়েছে। পুলিশ সদস্যের এই বক্তব্য সত্য হয়ে থাকলে কাশ্মীরে বিধি-নিষেধ আরোপের পর এই প্রথম সেখানকার সরকারি অফিসের কাছে কোনো হামলা হলো।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট থেকে অবরুদ্ধ অবস্থায় আছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের (জম্মু-কাশ্মীর) জনগণ। অঞ্চলটির বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে এ অবস্থায় আছে তারা। বর্তমানে কিছু কিছু জায়গায় অবরোধ আগের চেয়ে শিথিল করা হয়েছে। তারপরও অঞ্চলটির বেশিরভাগ এলাকায় এখনও মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবা বন্ধ আছে।