
কোনো কাজ করতে গেলে হুট করে উইন্ডোজ আপডেট নিয়ে নেওয়ার সমস্যায় কম বেশি আমরা সবাই ভুক্তভোগী। অনেকে আবার আপডেটেড ভার্শন পছন্দ করেন না। কিন্তু অটো উইন্ডোজ আপডেট বন্ধ করার উপায় তো জানা নেই। চলুন জেনে নিই কীভাবে এই আপডেট বন্ধ করবেন-
- কিবোর্ড থেকে একসাথে উইন্ডোজ বাটন ও R বাটন একসাথে চেপে ধরুন অথবা স্টার্ট মেনুতে গিয়ে ‘Run’ লিখুন
- রান কমান্ড বক্স আসনে ‘services.msc’ লিখে ওকে বাটনে ক্লিক করুন
- সার্ভিস উইন্ডো ওপেন হবে এবং অনেকগুলো সার্ভিসের নাম লিস্ট আকারে দেখাবে
- এখন লিস্টের শেষের দিকে যান এবং ‘Windows Update’ সিলেক্ট করে ডাবল ক্লিক করুন
- ‘উইন্ডোজ আপডেট প্রপার্টিজ’ নামে একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে ‘Startup Type’ লেখা বক্সের ডাউন অ্যারো-তে ক্লিক করলে অটোমেটিক, ডিজঅ্যাবেল ও ম্যানুয়েল লেখা মেনু আসবে।
- মেনু থেকে ‘ডিজঅ্যাবল’ ক্লিক করে ‘অ্যাপ্লাই’ এবং ‘ওকে’ বাটনে ক্লিক করুন।