
পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে আত্মপ্রকাশ করেছে জম্মু-কাশ্মীর এবং লাদাখ। এতদিন পর্যন্ত কাশ্মীর ইস্যুতে দ্বন্দ্বটা ছিল মূলত ভারত ও পাকিস্তানের মধ্যে। এবার ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে চীন। ইতোমধ্যে দুদেশের মধ্যে শুরু হয়েছে তীব্র কথার লড়াই। খবর ‘আনন্দবাজার পত্রিকা’
বুধবার (৩০ অক্টোবর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং জম্মু-কাশ্মীর বিষয়ে ভারতের নেওয়া সিদ্ধান্তকে ‘বেআইনি’ বলে মন্তব্য করেন।
বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে জম্মু কাশ্মীর ও লাদাখকে যে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে, এর মধ্যে চীনের কিছু অংশ রয়েছে।’
আর বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সেই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার। চীনের উদ্দেশে তিনি বলেন, কাশ্মীর ইস্যুটা কেবলই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাইরের কোনো দেশ যেন সেটা নিয়ে মন্তব্য না করে।