
কর্তারপুর করিডর নিয়ে কয়েকদিন আগেই ভারত-পাকিস্তানের মধ্যে চুক্তি হয়েছে। নির্দিষ্ট কিছু বিষয় মেনে নিয়েই দুই পক্ষের মধ্যে চুক্তিটি হয়। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় শিখ ধর্মাবলম্বীদের জন্য একেবারেই ব্যতিক্রমী ছাড় দিয়েছেন।
পাকিস্তানের এক গণমাধ্যম জানায়, কর্তারপুরে আসা ভারতীয় শিখদের জন্য আর পাসপোর্টের প্রয়োজন হবে না বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার এ ঘোষণা দেন তিনি। চুক্তিতে বিভিন্ন বিষয়ের পাশাপাশি করিডর পার হতে গেলে পাসপোর্ট থাকাও বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু চুক্তির বাইরে এসে ভারতীয় শিখদের জন্য পুরো প্রক্রিয়াটিই সহজ করে দিলেন পাক প্রধানমন্ত্রী। শুধু এটাই নয়, শিখদের জন্য আরও কয়েকটি সুবিধা দিয়েছেন তিনি।
এক টুইটার বার্তায় ইমরান খান বলেন, ভারত থেকে যেসব শিখ তীর্থযাত্রীরা কর্তারপুরে আসবে তাদের জন্য আমি দুটি জিনিস তুলে নিচ্ছি। এক- তাদের কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না, শুধু বৈধ আইডি থাকলেই হবে। দুই- কর্তারপুরে আসার জন্য ১০ দিন আগে তাদের রেজিস্ট্রেশন করতে হবে না।
এছাড়া কর্তারপুর করিডর উদ্বোধনের দিন এবং গুরুজির (শিখদের ধর্মগুরু) ৫৫০তম জন্মদিনে করিডর পার হতে কোনো ফি দিতে হবে না।