
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইতোমধ্যে আবু বকর আল-বাগদাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি নতুন প্রধান হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম ঘোষণা করেছে সংগঠনটি। আর নতুন নেতা পেয়েই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে তারা।
আইএসের গণমাধ্যম শাখা আল-ফুরকানের বরাত দিয়ে শুক্রবার (১ নভেম্বর) এই খবর প্রকাশ করেছে ‘এপি’।
এক অডিও বার্তায় যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে আইএসের পক্ষ থেকে বলা হয়েছে যে, আবু বকর আল-বাগদাদির মৃত্যুতে আনন্দ কোরো না। তোমরা কী বুঝতে পারছ না যে ইসলামিক স্টেট আজ ইউরোপ এবং কেন্দ্রীয় আফ্রিকার দ্বারপ্রান্তে রয়েছে? আইএস বিস্তার লাভ করছে।
এই অডিও বার্তায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে আরও বলা হয়েছে, তোমরা যে বিশ্ববাসীর কাছে হাসির পাত্রে পরিণত হয়েছ সেটা কি উপলব্ধি করতে পারছ না? তোমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে এক বোকা বুড়ো লোক। সে এক মতবাদ নিয়ে ঘুমাতে যায়, আর ঘুম থেকে জেগে তার মতামত বদলে যায়।
প্রসঙ্গত, গত রবিবার ভোর রাতে সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে আবু বকর আল-বাগদাদিকে হত্যা করতে অভিযান চালায় মার্কিন এলিট ফোর্সের সদস্যরা। এর কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আইএসের প্রধান বাগদাদিকে মার্কিন অভিযানে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।