
সৌদি সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুথিরা। খবর ‘গালফ নিউজে’র।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের এই ড্রোনটিকে লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী হুদায়দার কাছে ভূপাতিত করে হুথিরা। ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হচ্ছিল।
এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের হামলায় গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের একটি ড্রোন সৌদি আরবের সীমান্তবর্তী আসির প্রদেশের কাছে ভূপাতিত হয়েছে।
অবশ্য সৌদি প্রশাসন এ বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি।
গত কয়েক বছরে বেশ কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এগুলোর মধ্যে এমকিউ-৯ মডেলের ড্রোন ভূপাতিত হয়েছে সবচেয়ে বেশি।