
সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপরও সিরিয়ায় থেকে যাচ্ছে প্রায় ৯০০ মার্কিন সেনা।
শুক্রবার (১ নভেম্বর) প্রকাশিত খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’।
গত ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দিদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। এর আগ মুহূর্তে ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়।
তবে সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত এলাকায় অবস্থান করা কয়েকশ মার্কিন সেনা থেকে যায়। এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যুক্তি, এখনো আইএসের পুনরুত্থানের আশঙ্কা রয়েছে। আর সেটা দমাতেই সিরিয়ায় অবস্থান করছে মার্কিন সেনারা।
এ দিকে গত এক সপ্তাহে সামরিক সরঞ্জাম নিয়ে অন্তত ৫০০ মার্কিন সেনা সিরিয়ায় প্রবেশ করেছে।