
রাজধানীর টিকাটুলিতে ভোলা নন্দগীরী আশ্রমের দখল করা জায়গা উদ্ধারের সময় স্থানীয় প্রভাবশালী ও কাউন্সিলর মঞ্জুর সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতি পুলিশ উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছেন। সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শনিবার সকাল থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে ভেঙ্গে দেয়া হয়েছে আশ্রমের নির্মণ করা ওয়াল। তবে এ ঘটনায় পুলিশের নিরব ভূমিকার অভিযোগ উঠেছে।
আশ্রম কর্তৃপক্ষ ও স্থানীয়দের দাবি, কাউন্সিলর মনজুর সন্ত্রাসী বাহিনীই এই হামলা চালিয়েছে।
এর আগে, সকালে আশ্রম কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণ বেদখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধার করে। এসময় হিন্দু ও মুসলিম সংগঠনের নেতা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানায়, স্বামী ভোলানন্দগিরি আশ্রমটি প্রায় সাড়ে সাত বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত। কিন্তু কাউন্সিলর মনজু অবৈধভাবে সাড়ে তিন বিঘা জমি ও একটি পুকুর দখল করে নেন। প্রার্থনায় বাধা দেয়ার অভিযোগও রয়েছে মনজুর বিরুদ্ধে।