
ভারতের রাজধানী দিল্লির বাতাস আজ (রোববার) সবচেয়ে বিপজ্জনক। দীপাবলির পর থেকেই দিল্লির বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে পাশের রাজ্যগুলোর কৃষকদের ফসল পুড়িয়ে ফেলার ধোঁয়া। সব মিলিয়ে দিল্লির অবস্থা এখন ভয়াবহ।
এর মাঝেই আজ রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টি-টোয়ন্টি। এদিন সকাল থেকে এয়ার কোয়ালিটি ইনডেক্স যা দেখাচ্ছে, তাতে চিন্তার যথেষ্ট কারণ আছে। কারণ আজই দিল্লির বাতাস সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে থাকবে!
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী ০ থেকে ৫০ ভালো। ৫১ থেকে ১০০ সন্তোষজনক। ১০১ থেকে ২০০ সাধারণ মানের। ২০১ থেকে ৩০০ খারাপ। ৩০১ থেকে ৪০০ খুব খারাপ। ৪০১ থেকে ৫০০ মারাত্মক খারাপ। আর দিল্লির বিভিন্ন স্থানে রোববার বাতাসের সেই মাত্রা ছাড়িয়ে হয়ে গেছে ৯৯৯! সূত্র: দ্য ইকনোমিক টাইমস