
যশোরের খাজুরা বাজার থেকে ট্রাকবোঝাই ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ করেছে খাজুরা ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে এসব চাল জব্দ করা হয়। সরকারি এ চাল কালোবাজারে বিক্রির জন্য আনা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
এ সময় দেলোয়ার নামে এক ব্যবসায়ী, ট্রাক ও চালককে আটক করে পুলিশ।
খাজুরা ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শুবেন্দ্র কুমার পাল জানান, রাত ১০টার দিকে গোপন সংবাদে তারা চালবোঝাই ট্রাকটি উদ্ধার করে। এ সময় দুজনকে আটক করা হয় এবং ট্রাকটিও জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটিতে প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৬৭১ বস্তা চাল রয়েছে।
তিনি জানান, দেলোয়ার হোসেন ট্রাক থেকে তার গুদাম ঘরে নামানোর সময় চালগুলো জব্দ করা হয়।
ব্যবসায়ী দেলোয়ার জানান, তিনি এসব চাল ফরিদপুর থেকে ক্রয় করেছেন। এ সংক্রান্ত একটি স্লিপও দেখান তিনি।