
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বীতশ্রদ্ধ হয়ে বিএনপি ছেড়ে যাচ্ছেন খোদ তাদেরই নেতারা। তাদের নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির শীর্ষ পর্যায়ের আরও নেতারা পদত্যাগের অপেক্ষায় রয়েছে। শিগগিরই তারা বিএনপি ছেড়ে যাবেন।
বুধবার (১৩ নভেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস ও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, যে দলের শীর্ষ নেতা-নেত্রী দুর্নীতি ও সন্ত্রাসের কারণে আদালত থেকে দণ্ডপ্রাপ্ত, বিদেশে পলাতক, সেই দলের প্রতি কারোরই আস্থা থাকতে পারে না।
এ সময় বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে হানিফ বলেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলতে পারেন তার চিকিৎসকরা। তারা বলছেন, উনি আগের মতই আছেন, অবস্থার খুব একটা খারাপ অবনতি ঘটেছে এমন কোনো তথ্য মেডেকেল বোর্ড দেয়নি। তারপরও প্রতিদিন বিএনপির নেতারা বলছেন, তার স্থাস্থ্য খারাপ।