ঠাকুরগাঁওয়ে জেডিসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ২ শিক্ষকের জেল
মোবাইল ফোন রাখায় ২ জনের জরিমানা
আজম রেহমান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
Published : Saturday, 16 November, 2019 at 7:36 PM

ঠাকুরগাঁওয়ে জেডিসি পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্বপালনকালে পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে ১৬ নভেম্বর ভ্রাম্যমান আদালত ২ শিক্ষককে ১৫ দিনের কারাদন্ডে দন্ডিত ও ২ শিক্ষককে জরিমানা করেছেন।
জানা যায়, সালন্দর কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন উপজেলার উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসার এবতেদায়ী প্রধান মো. মনসুর আলী(৫৫) ও ভেলাজান আনসারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মোছা. আয়েশা সিদ্দিকা পরীক্ষার্থীীদের নকল সরবরাহকালে ধরা পড়েন। তাদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে ২ শিক্ষক দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। আদালত স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে পরীক্ষা আইনে ২ শিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল¬াহ আল মামুন, কেন্দ্র সচিব, কেন্দ্রের ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন। এছাড়া নির্দেশনা লঙ্ঘন করে মোবাইল ফোন সাথে রাখায় অপর ২ কক্ষ পরিদর্শককে জরিমানা করেন।