
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৩টি বিদেশি পিস্তল ও মাদকসহ খরেজামাল (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গতকাল শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। খরেজামাল উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ইউপি সদস্য আলোর ছোট ভাই।
জানা গেছে, র্যাব-১৩ এর তিনটি কালো গাড়ি গত রাতে চন্দ্রপুর বাজারে আসে। এ সময় বাজারে অবস্থিত ইউপি সদস্য আলোর ছোট ভাইয়ের দোকানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও ৭২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, খরেজামালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় পূর্বেও একাধিক মামলা রয়েছে।