
মিশরে গাড়ি দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ প্রদেশে রবিবার (১৭ নভেম্বর) এই গাড়ি দুর্ঘটনা ঘটে। খবর ‘মিয়ামি হেরাল্ড’।
ইতোমধ্যে দেশটির পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মিশরের দক্ষিণ প্রদেশে একটি মিনিবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান নয়জন। দুর্ঘটনায় আরও ৯ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন তাদের চিকিৎসা চলছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।