
পেট্রোলের মূল্য ৫০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে ইরানে এখন সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে। এই আন্দোলনে প্রকাশ্য সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক টুইটার বার্তার বরাতে এই খবর জানিয়েছে ‘পার্সটুডে’।
রবিবার (১৭ নভেম্বর) এক টুইটার বার্তায় মাইক পম্পেও লেখেন, ‘যুক্তরাষ্ট্র সবসময় ইরানের সাধারণ মানুষের পাশে আছে। আর সেটা আমি দেড় বছর আগেই ইরানের জনগণকে বলেছিলাম।’
আরেকটি টুইটার বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সরকার দেশটির সাধারণ জনগণের ওপর গত ৪০ বছর ধরে অত্যাচার চালাচ্ছে। এখন আর চুপ থাকার সময় নেই। তারা সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছে।
এরপর পম্পেও যোগ করেন, যুক্তরাষ্ট্র সবসময় বিক্ষোভকারীদের পাশে আছে। যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের সমর্থন করে। যে কোনো ধরনের বিপদে মার্কিনিরা ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তা দেবে।