
‘অস্বাভাবিকভাবে লবণের দাম বেড়ে গেছে এবং লবণ পাওয়া যাচ্ছে না’- নেত্রকোণার কেন্দুয়া বাজারে এমন গুজব ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে লবণ কিনে মজুদ করতে বাজারের দোকানগুলোতে ভিড় জমায়। এই সুযোগে ব্যবসায়ীরাও অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি শুরু করে।
এ দিকে, খবর পেয়ে কেন্দুয়া বাজারে তাৎক্ষণিক অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম ও কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান।
অভিযানে মঙ্গলবার বেলা ১১টার দিকে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কেন্দুয়া বাজারের লবণ ব্যবসায়ী বাচ্চু মিয়াকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার সত্যতা স্বীকার করে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান দৈনিক অধিকারকে জানান, অভিযান চলাকালে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির সত্যতা পাওয়া যায়। পাশাপাশি ব্যবসায়ী বাচ্চু মিয়া বেশি দামে লবণ বিক্রি করার কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে, অভিযুক্ত বাচ্চু মিয়া জরিমানার ৭০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পান বলেও জানিয়েছেন থানা পুলিশের এই কর্মকর্তা।