
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক নেতা শহীদ সুব্রত সাহা মানিকের ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার নড়াইল জেলা ছাত্রলীগের আয়োজনে এ উপলক্ষ্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ, র্যালি, আলোচনাসভা ও গণভোজ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নারী নেত্রী আনজুমান আরা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের নেতা শরফুল আলম লিটু, দেবাশিষ কুন্ডু মিটুল, হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমূখ।
এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন ছাত্রলীগ নেতা সুব্রত সাহা মানিককে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর তিনি মৃত্যু বরণ করেন।