
আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ৫ম মাস্টার ক্রিকেট কার্নিভাল (এমসিসি)। উদ্বোধনী দিনে রাজশাহীর দুই স্টেডিয়ামে চারটি খেলা অনুষ্ঠিত হবে। শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে সকাল পৌনে নয়টায় ১ম খেলায় অংশ নিবে গত তিন বারের টানা চ্যাম্পিয়ন ফাইটার রাজশাহী ও কিংস ইলেভেন সিল্কসিটি। দিনের অপর খেলায় অংশ নিবে পদ্মা ওয়ারিয়াস ও বেজিং বরেন্দ্র।
মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে ১ম খেলায় অংশ নিবে নন্দান টাইটান ও রাজশাহী রয়েলস এবং অপর খেলায় অংশ নিবে রাজশাহী চ্যালেঞ্জর ও রাজশাহী রাইডাস।
আজ বৃহস্পতিবার বিকেলে ৫ম মাস্টার ক্রিকেট কার্নিভাল ( এমসিসি) এর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এসময় র্যালিতে অংশ নেন মাস্টা ক্রিকেট কার্নিভাল(এমসিসি)‘র ১০টি দলের সকল ক্রিকেটার ও রাজশাহীতে অবস্থিত বেশ কয়েকটি ক্রিকেট একাডেমীর প্রশিক্ষনার্থীরা।
র্যালিটি নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু করে রাজশাহী কলেজে এসে শেষ হয়। রাজশাহী কলেজে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রিকেট কার্নিভালের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক ও ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব ভাটি এবং রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. হবিবুর রহমান।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মাষ্টার ক্রিকেট কার্নিভালের ট্রফি উম্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন এমসিসি‘র আহ্বায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, যুগ্ন আহ্বায়ক শেখ মামুন ডলার ও ওমর শরীফ খান রণকসহ এমসিসি কমিটির সকল সদস্য এবং নগরীর বিশিষ্ট ব্যাক্তিবর্গ।