
ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকাসক্ত অবস্থায় বাবা ও মাকে মারধরের অপরাধে শফিকুল ইসলাম জনি (২৪) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পৌরসভার কালীবাড়ি ক্লাবপাড়া এলাকায় এ রায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মামুন।
দণ্ডপ্রাপ্ত জনি ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে। এর আগেও জনি মাদক গ্রহণের দায়ে কারাগারে সাজা ভোগ করেছে বলে তার বাবা জানিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকাসক্ত অবস্থায় জনি তার বাবা ও মাকে প্রহার করছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসি আমি। স্থানীয়রা তার বিচার দাবি করলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।