
নেপালে অনুষ্ঠিত ১৩তম এসএ গেমসের ভারোত্তোলনে নারীদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশি মেয়ে মাবিয়া আক্তার সীমান্ত।
মাবিয়া আক্তার সীমান্ত পর পর দুই গেমসে বাংলাদেশকে ভারোত্তোলনে স্বর্ণপদক উপহার দিলেন। ৭৬ কেজি ওজন শ্রেণিতে ১৮৫ কেজি উত্তোলন করে স্বর্ণ পদক জিতেন তিনি। এবারের আসরে তার স্বর্ণপদ পাওয়ার মাধ্যেম ৫ম স্বর্ণ জিতলেন বাংলাদেশ।
উল্লেখ্য, এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জিতেন দিপু চাকমা। দ্বিতীয় স্বর্ণ আসে আল আমিনের হাত ধরে। তৃতীয় স্বর্ণ জেতেন হোমায়রা আক্তার প্রিয়া আর চতুর্থ স্বর্ণ লাভ করেন অন্তরা।